নীল রঙের জার্সিতে মাঠে নেইমাররা
প্রকাশিত : ১৮:৪১, ২২ জুন ২০১৮ | আপডেট: ১৮:৫৭, ২২ জুন ২০১৮
রাশিয়া বিশ্বকাপের আজকের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছে কোস্টারিকা। খেলার শুরু থেকেই চলছে আক্রমন পাল্টা আক্রমন। রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা খুব একটা ভালো হয়নি। সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে। তবে দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই খেলে চলেছে ব্রাজিল।
শুক্রবার সেইন্ট পিতার্সবার্গে আগের ম্যাচের দুর্বলতাগুলো রাখতে চাইছেন না ব্রাজিল দলের কোচ তিতে। আজকের ম্যাচে ঐতিহ্যবাহী হলুদ রঙের জার্সিতে নয়, বরং নীল রঙের জার্সি পরে মাঠে নামে নেইমাররা।
আজকের খেলায় কোনো ধরনের ঝুঁকি নিতে চান না কোচ তিতে। তাই তিতে চোটের কারণে দানিলোর পরিবর্তে স্থান দিয়েছেন ফাগনকে।
অনুশীলনের সময় চোট পেয়েছেন দানিলো। তাই তাকে নিয়ে ঝুঁকি নেননি তিতে। কোস্টারিকার বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটি রাইটব্যাককে বসিয়ে সুযোগ দিয়েছেন করিন্থিয়ান্সের ফাগনেরকে। চোটের কারণে সংশয় ছিল নেইমারের খেলাও। যদিও প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড আছেন একাদশে।
৪-৩-৩ ছকে সাজানো একাদশে গোলরক্ষক আলিসনের সামনে রয়েছেন ফাগনের, থিয়াগো সিলভা, মিরান্দা ও মার্সেলো। মাঝমাঠ থেকে বল জোগান দেবেন কাসেমিরো, পাউলিনিয়ো ও ফিলিপে কৌতিনিয়ো। আর ফরোয়ার্ডে থাকবেন উইলিয়ান, নেইমার ও গাব্রিয়েল জেসুস। ফিফা ডটকম
ব্রাজিলের একাদশ:
আলিসন; ফাগনের, থিয়াগো সিলভা, মিরান্দা, মার্সেলো; কাসেমিরো, পাউলিনিয়ো, ফিলিপে কৌতিনিয়ো; উইলিয়ান, নেইমার, গাব্রিয়েল জেসুস।
এসি